বঙ্গবন্ধু বিপিএল টি -২০ 2019: উদ্বোধনী অনুষ্ঠানটি কয়েক ঘন্টা পরে শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিপিএলের বিশেষ সংস্করণ রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক দুর্দান্ত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মশতবার্ষিকী
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষের জন্য প্রায় পাঁচ হাজার টিকিট পাওয়া যাবে।
বিপিএল গভর্নিং কাউন্সিল এখনও পর্যন্ত এই অনুষ্ঠানে বলিউড তারকা সালমান খান এবং ক্যাটরিনা কাইফের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন, তারকাদের পাশাপাশি স্থানীয় তারকা জেমস ও মমতাজ, আরও বেশ কয়েকটি নামের সাথে এই সংবাদ তৈরি করেছেন যাতে গায়ক সোনু নিগম, অরিজিৎ সিং এবং কৈলাশ খের প্রমুখ রয়েছেন। ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে অংশ নেবেন।
বঙ্গবন্ধু বিপিএল টি -২০ টিকিটের মূল্য
সর্বাধিক ব্যয়বহুল টিকিটের মূল্য প্রায় ১০,০০০ টাকা,অন্যান্য ক্যাটাগরির টিকিট বিক্রি হবে পাঁচ হাজার এবং এক হাজার টাকায়।
বঙ্গবন্ধু বিপিএল টি -২০
Schedule
Sunday, 08 December 2019
Sl . | Time | Sequence of events |
1. | 17h25 | Performance by Moidul Islam Khan ‘dRockstar’ Shuvo |
2. | 17h35 | Performance by Reshmi Mirza |
3. | 18h00 | Performance by James |
4. | 18h40 | Performance by Momtaz |
5. | 19h20 – 19h30 | Arrival of Hon’ble Prime Minister Sheikh Hasina and inauguration of the event by the Prime Minister |
6 | 19h30 – 19h40 | Fireworks |
7. | 19h45 | Performance by Sonu Nigam |
8. | 20h35 | Laser beam show |
9. | 20h55 | Performance by Kailash Kher |
10. | 21h35 | Performance by Katrina Kaif |
11. | 22h00 | Performance by Salman Khan |
12. | 22h20 | Performance by Salman Khan & Katrina Kaif |